শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


সারাদিন অফিসে বসে থেকেও ফিট থাকার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশিরভাগ কর্পোরেট অফিসেই কর্মীদের ডেস্কে বসে কমপক্ষে ৮ থেকে ৯ ঘণ্টা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয়।প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষের শারীরিক পরিশ্রমের ইচ্ছে ততই কমে যাচ্ছে।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যারা সারাদিন বসে কাজ করেন তাদের নানাবিধ শারীরিক জটিলতার সম্ভাবনা দেখা দেয়।তবে সারাদিন বসে কাজ করলেও নিজের শরীর ফিট রাখতে ও বাড়তি মেদ ঝরিয়ে ফেলার বেশ কিছু উপায় রয়েছে।

মেদ ঝরানোর অন্যতম সহজ উপায় হলো সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা। কর্মক্ষেত্রে যেহেতু ব্যায়াম করার সুযোগ কম তাই লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে কয়েকবার ওঠানামা করুন।

যারা ডেস্কে একনাগাড়ে বসে দীর্ঘদিন কাজ করেন তাদের হৃদরোগ, ডায়াবেটিস কিংবা কোলেস্টেরল ধরা পড়ে।ক্যানসার হওয়ারও সম্ভাবনা বাড়ে।বিশেষজ্ঞদের মতে,ডেস্কে বসে কাজ করলে ৩০ মিনিট পর পর উঠে দাঁড়ানো উচিত।এতে এই ধরনের রোগ হওয়ার ঝুঁকি কমবে।

কাজের ফাঁকে অফিসের লবিতে কিংবা ডেস্কের আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাটি করতে পারলে সেটাও স্বাস্থ্যের জন্য উপকারী হবে।ডেস্কে বসেই কাজের ফাঁকে ফাঁকে ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করুন।মেদ কমানোর জন্য এটা দারুন উপকারী।

সুযোগ পেলে অফিসেই পায়ের ব্যয়াম করুন। একটা চেয়ার টেনে তাতে বসে প্রথমে একটা পা-কে অন্য পায়ের উপর দিয়ে ক্রশ করুন। তখন নিচের পায়ের উপরেই থাকবে আপনার সমস্ত দেহের ভার। তারপর আবার আগের পজিশনে দ্বিতীয় পা নিয়ে আসুন। একই পদ্ধতিতে দ্বিতীয় পা ব্যবহার করুন। যতক্ষণ না আপনার পায়ে টান ধরছে ততক্ষণ এই ব্যয়াম করার চেষ্টা করুন।

কাজের চাপ কমাতে মাঝে-মধ্যে জোরে জোরে শ্বাস নিন। ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়ুন।এটি এক ধরনের যোগব্যয়াম যা মেদ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ