বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি?

চলচ্চিত্রে মুফতি উসামার সম্পৃক্ততার ব্যাখ্যা দিলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহসিন আল কাদির: তাবলিগের ছোঁয়ায় পরিবর্তন হওয়া অনন্ত জলিল কিছু দিন আগে জানিয়েছিলেন তিনি ইসলাম বিষয়ে চলচিত্র নির্মাণ করতে চান। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়। অনে একে পজেটিভভাবে দেখছেন।

অনন্ত জলিল তার ফেসুবক ফ্যান পেইজে চলচিত্র নির্মাণ নিয়ে আরো কিছু বিষয় তুলে ধরেছেন। ইসলাম নিয়ে চলচিত্র নির্মাণের আইডিয়া বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলমান বিতর্কেরও ব্যাখ্যা দিয়েছেন।

তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি উসামা ইসলামের চলচিত্র আইডিয়ার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

তিনি তার ভেরিফাইড পেইজে লিখেছেন, ‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে আমি একটি চলচ্চিত্র নির্মান করবো।

আমি বাংলাদেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, আর আশা করি এবারও বাংলাদেশে প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো।

ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ। যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ সর্মথন করে না, আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই।

অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে, ‘দিন-দ্যা ডে’। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম ‘দ্বীন’, আসলে তা না।

আরেকটি বিষয় যেটি পরিস্কার হওয়া প্রয়োজন মনে করি সেটি হলো, মুফতি উসামা ইসলাম কোনোভাবেই আমার এই সিনেমার সাথে জড়িত নন, আমি যে বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি উসামা ইসলামের ।

আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে, মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায় না।

উনার কথা থেকে আমার মাথায় আসে যে পুরা দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই এই কথা বোঝানোর জন্য আমি বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের ।

আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে, তবে সময়মত চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো। আশাকরি আপনারা আমার পাশে থেকে উৎসাহ দিবেন।’

‘মুভিতে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন অনন্ত জলিল’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ