মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


ড. আসিফ নজরুলকে প্রকাশ্যে জুতা মারার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে প্রকাশ্যে জুতা মারার হুমকি দেয়া হয়েছে। আজ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, তাকে প্রকাশ্যে জুতা মারার হুমকি দিয়েছে ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু।

তিনি লিখেন, ‘আমাকে প্রকাশ্যে মারার ঘোষণা দিয়েছে ছাত্রমৈত্রীর প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। কোটাসংস্কার আন্দোলনের জের ধরে এর সঙ্গে সংহতি জানানো ব্যক্তিদের ফেসবুকে কটূবাক্য করেছিলেন তিনি। এ নিয়ে ফেসবুকে অন্যদের সঙ্গে আলাপের একপর্যায়ে আমার নাম উলে­খ করে প্রকাশ্যে এই হুমকি দেয়া হয়।

আমার অবাক লাগছে এটা ভেবে যে, কি অবলীলায় এদেশে এখন প্রকাশ্যে একজনকে মার দেওয়ার হুমকি দেওয়া যায়!’

এ বিষয়ে ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু মিডিয়াকে বলেন, শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আসিফ নজরুল বিশ্বাস ঘাতকতা করেছিলেন। ওই সময় জাহানারা ইমাম আসিফকে জুতা পেটা করার ঘোষণা দিয়েছিলেন। জাহানারা ইমাম মারা গেছেন। আমরা এখন তার নির্দেশনা বাস্তবায়ন করবো।

মুসলমানরা ভালো কিছু করলেও ‘তাদের’ চোখে পড়ে না : আসিফ নজরুল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ