বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ?

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা আখ্যা ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে গণহত্যা আখ্যা দিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) কর্মকর্তারা।

শুক্রবার (৪ মে) ওআইসি’র একটি প্রতিনিধিদল কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে দলের প্রধান হাশেম ইউছেফ সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চালানো হয়েছে,তা গণহত্যা।

বিশ্বব্যাপী এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওআইসি শুরু থেকেই বাংলাদেশের প্রশংসিত উদ্যোগের পক্ষে।এ সংকটের সমাধানের জন্য এখন সবাইকে কাজ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে আলোচনার প্রধান বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।’

প্রতিনিধিরা বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকে এর সমাধান করতে হবে। রোহিঙ্গারা নিরাপদে যেন স্বদেশে বাস করতে পারেন, তার জন্য পরিবেশ তৈরির দায়িত্বও মিয়ানমার সরকারের।’ এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন।

প্রতিনিধিদের প্রাথমিক পর্যালোনাতেই উঠে এসেছে শনিবার (৫ মে) থেকে ঢাকায় অনুষ্ঠেয় দুদিনব্যাপী ৪৫তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনার প্রধান বিষয়। এবারের এ বৈঠকে রোহিঙ্গা সমস্যাকেই প্রধান ইস্যু হিসেবে আলোচনায় রাখা হবে বলে জানান তারা।

এদিকে, ওআইসি’র মন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিরা সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার (৬ মে) রোহিঙ্গা বিষয়ক বিশেষ সেশনে অংশগ্রহণ করবেন।

এবারে মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা বিষয়ে একটি তিন পৃষ্ঠার রেজ্যুলেশন গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। রেজ্যুলেশনে এই সমস্যার বিস্তারিত বর্ণনা থাকবে এবং সামনের দিনগুলোতে ওআইসি এ বিষয়ে কী ভূমিকা রাখবে, সেটিও বলা থাকবে।

 

আরো পড়ুন : ৫ মৃতদেহ হস্তান্তর পরিবারের কাছে

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ