বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের

ফেসবুকে বিতর্ক থামাতে তরুণ আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: গত ৭ এপ্রিল সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অবস্থিত দারুল উলুম রহমানিয়া মাদরাসায় বিশিষ্ট আলেমে দীন মাওলানা হাসান মুহাম্মদ জামিলের আহ্বানে ফেসুবকে বিতর্ক ও তরুণদের মধ্যে অস্থিরতা নিরসনে করণীয় বিষয়ে  তরুণ আলেমদের সৌহার্দ্যপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়।

মজলিসে মূলত তরুণরা কীভাবে ফেসবুক বিতর্কমুক্ত থেকে কাজ করতে পারে সে বিষয়ে মতবিনিময় হয়।

অনেক সময় নিজেদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে বিতর্ক তৈরি হয়। এমন কিছু বিষয়ও উঠে আসে তাদের আলোচনায়। নিজেদের অভিযোগ পাল্টা অভিযোগ পর্যালোনাচনা করা হয়। এমনটিই জানিয়েছেন মাওলানা হাসান জামিল।

তিনি বলেন, রাজনৈতিক অরাজনৈতিক কোনো ইস্যুতেই যেন তরুণরা একে অপরের বিরুদ্ধে সমালোচানায় লিপ্ত না হয়, ফেসবুকে পরস্পরের সম্মান বজায় রাখাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো-

‘বৈঠকে উপস্থিত আমরা নিজেরা কেউ কারো বিরুদ্ধে লিখবো না, উৎসাহিতও করবো না।
দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ সকল বড়দের উদ্দেশ্য করে কোনরূপ ব্যঙ্গ -বিদ্রুপ, নাম বিকৃতি, অসম্মানজনক শব্দ ব্যবহার করবো না।

পারষ্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ফেসবুক পোস্ট, কমেন্ট করবো।

পোস্ট কমেন্ট দ্বারা কারো ব্যাক্তিগত চরিত্রহনন, আদর্শগত অনুভূতিতে আঘাত করবো না।
সুন্দর পরিবেশ বজায় রাখতে মাঝেমধ্যেই আমরা একসাথে বসবো।’

বৈঠকে অংশ নিয়ে উপরের সিদ্ধান্তে যারা একমত হয়েছেন তারা হলেন, মাওলানা সাইমুম সাদি, মুফতি হাবিবুর রহমান মিছবাহ, মুফতি শামসুদ্দোহা আশরাফি, মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, শামসুদ্দোহা (দোহা) ও মামুন চৌধুরী প্রমুখ।

 ১৩ এপ্রিল ঢাকায় হেফাজতের বিক্ষোভ সফলের আহ্বান আল্লামা আহমদ শফীর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ