রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

ম্যাঁক্রোর সঙ্গে ভবিষ্যতের ইসলাম নিয়ে আলোচনায় ড্যানিশ নারী ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : ভবিষ্যতের ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করলেন ডেনমার্কের প্রথম নারী ইমাম শেরিন খানকান।

ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য লোকাল ফ্রান্স’ জানায়, দুই মাস আশা যাওয়ার পর তারা দুজন আলোচনায় বসলেন।

তাদের এ সাক্ষাতে তারা ধর্ম এবং রাজনীতি নিয়ে আলাপ করেন।

ড্যানিশ সংবাদমাধ্যম ডিআর জানায়, কোপেনহাগেনের মিরিয়াম মসজিদের প্রতিষ্ঠাতা এবং ইমাম শেরিনকে ম্যাঁক্রো একটি ব্যক্তিগত সাক্ষাতে ডেকেছিলেন। তিনি শেরিনের কাছ থেকে ইসলামী নারীবাদ, উগ্রপন্থী এবং ইসলামের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন।

এছাড়াও তিনি ধর্ম এবং রাজনীতিতে এক ভারসাম্যর জন্য পরামর্শ চেয়েছিলেন।

ফ্রান্সের সরকারি মুখপাত্র জানিয়েছে, ফ্রান্সে সাম্প্রতিক আইএস হামলার পর এই আলোচনায় বসেন ম্যাঁক্রো এবং শেরিন।

শেরিন অবশ্য ডিআরকে বলেন, ‘ফ্রান্স হচ্ছে এমন একটি দেশ যেখানে রাজনীতি এবং ধর্মকে ভিন্ন চোখে দেখা হয়। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে ধর্মও সমাজে বেশ বড় একটি অবদান রাখতে পারে।’

তিনি এও বলেন, উগ্রপন্থী অবশ্যই একটি সমস্যা, তবে তার মানে এই নয় ধর্মকে পুরোপুরি অস্বীকার করা। এটিকে কখনো উড়িয়ে দেওয়া যায় না। এইজন্য এটা সত্যি অবাক করার মত বিষয় জকে ইম্মানুয়েল ম্যাঁক্রোর মত প্রেসিডেন্ট এই বিষয়ে আলোচনায় আগ্রহী।’

ডেনমার্কের প্রথম নারী ইমাম এবং প্রথম নারীদের মসজিদের প্রতিষ্ঠাতা শেরিন আরও বেশকিছুর জন্য বেশ পরিচিত। তিনি কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত থাকার পাশাপাশি মুসলিম নারীদেরকে নামাজ পড়তে আসতে উদ্বুদ্ধ করেন।

আরও পড়ুন: ফ্রান্সের বরোডোর মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ