শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

বরিশালে একবছরে আত্মহত্যা ২৪৮৫ জনের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালে বরিশালসহ সারাদেশে ১১ হাজার ৯৫ ব্যক্তি আত্মহত্যা করেছেন। অর্থাৎ গড়ে প্রতিদিন ৩০ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যু বেঁছে নিয়েছেন। এরমধ্যে বরিশাল বিভাগে গতবছর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বরিশালের ছয় জেলায় গলায় ফাঁস দিয়ে এক হাজার ৬০৮ জন, বিষপানে ৮৭১ জন এবং গায়ে কেরসিন ঢেলে ছয়জন আত্মহত্যা করেছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে। আত্মহত্যার কারণ হিসেবে তারা বলেন, প্রতিটি মানুষ তার প্রতিদিনের জীবনে কোনও না কোনও সংকটের মধ্যদিয়ে যাচ্ছেন।

এসব সংকট কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা তারা পাননা। কারণ তাদের পাশের প্রতিটি মানুষ মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। যেকারণে হতাশা গ্রস্তরাই আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছেন।

পুলিশের সদর দফতরের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সারাদেশে ১১ হাজার ৯৫ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন। এরমধ্যে ফাঁসিতে ঝুলে সাত হাজার ৫৬৯ জন, বিষপানে তিন হাজার ৪৬৭ জন এবং গায়ে আগুন লাগিয়ে ৫৯ ব্যক্তি আত্মহত্যা করেছেন। বরিশালে গত বছর দুই হাজার ৫৮৫ জন ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সূত্রমতে, ২০১৬ সালে সারাদেশে আত্মহত্যার ঘটনা ছিল ১০ হাজার ৬০০টি। ২০১৭ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫টিতে। প্রতিবছর আত্মহত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

 

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ