বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের

‘জবান নিয়েছিল ভাইরাস ফেরত দিয়েছেন আল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন গত শনিবার কথা বলার শক্তি হারিয়ে ফেলার পর আজ তা আবার ফিরে পেয়েছেন।

এ নিয়ে তিনি আজ এক পোস্ট দিয়েছেন। যেখানে বলেছেন ভাইরাসে জবান নিয়েছিল কিন্তু আল্লাহ পাক ফেরত দিয়েছেন।

তসলিমা বলেন, জবান নিয়েছিল ভাইরাস, ফেরত দিয়েছে স্বয়ং আল্লাহ পাক। ভাইরাস নিলে সাত দিন কিন্তু সাত দিন বাকশক্তিহীন থাকা ঠিক নয় বলে আজ সকালেই আল্লাহ পাক ফেরত দিলেন।

তিনি তার স্ট্যাটাসে তার জন্য বদদোয়া করাদের নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। লিখেছেন, ‘এর মধ্যে আমার বাকশক্তি লোপ পাওয়ার কথা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সবখানে। বাপরে বাপ, মসজিদে মসজিদে নাকি সিন্নি দেওয়া হচ্ছে। খুশিতে কোরান খতম দিচ্ছে কেউ কেউ। আল্লাহ কিন্তু ওদের নজরের ভেতরে রাখছেন। কে যেন বলেছিল কথাটা, তারাই দোজখে যাবে, যারা ভাবে যে তারা নয় দোজখে যাবে অন্যরা, তাদের প্রতিপক্ষরা?’

জবান হারিয়ে ফেলার বিষয়ে তিনি লিখেছিলেন, ‘কী কারণে ভয়েস হারিয়ে ফেললাম জানি না। ডাক্তারের কাছে এসেছি। ভাবছি ভয়েসটা কি আদৌ ফিরে পাবো। ভয়েস যে এভাবে বলা নেই কওয়া নেই উবে যেতে পারে, জানতাম না।’

তিনি আরও লিখেছেন- না, জবান আল্লাহ নেননি, জবান নিয়েছে ভাইরাস। ডাক্তার জিভ টেনে বার করে দেখতে চাইলেন গলার ভেতরটা। সম্ভব হয়নি। আমি নাকি খুব সেনসিটিভ।

কিন্তু আজই তার জবান ফিরে আসায় তিনি আল্লাহ জাবান ফিরিয়ে দেয়ার বিষয়ে স্ট্যাটাস দিলেন।

কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তসলিমা নাসরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ