রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বিন লাদেনকে নিয়ে এতদিনের গালগল্প ফাঁস করে দিল এবোটাবাদে হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বিশ্বব্যাপী আলোচিত ব্যক্তিত্ব, আল কায়েদার প্রতিষ্ঠাতা উসামা বিন লাদেনকে গুলি চালানো মার্কিন সেনা রবার্ট ওনেইল দাবি করেছেন, উসামা বিন লাদেনের মৃত্যুর পর যেসব ছবি প্রকাশ করা হয়েছে তা আসল ছবি ছিলো না।

তিনি বলেন, তাকে হত্যার অনেক ছবি ছড়ানো হয়েছে যা মূলত বানোনো।

আমেরিকার একটি দৈনিকে সাক্ষাতকার দেয়ার সময় রবার্ট বলেছেন, ২০১১ সালের ১১ মে পাকিস্তানের এবোটাবাদে আমেরিকার বহু কাঙ্খিত ব্যক্তি আফগানিস্তানে লড়াইয়ের নেতৃত্ব দানকারী ও আল কায়েদা প্রধান উসামা বিন লাদেনের মৃত্যুর পর যে ছবি প্রকাশ করা হয়েছে তা মূল ছবি নয়। বরং এগুলো ছিলো বানানো ছবি।

তিনি বলেন, পেন্টাগনের উচিৎ বিন লাদেনের আসল ছবি প্রকাশ করে পৃথিবীবাসীর বিভ্রন্তি দূর করা । সেই বিখ্যাত অভিযান নিয়ে লেখা আমার লিখিত বইয়ে এ বিষয়টি তখন উল্লেখ করিনি। তাই এখন সাক্ষাতকারে এটা বলছি।

তিনি দাবি করে বলেছেন, আমি তার দিকে গুলি চালালে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এর পর পরই বিশেষ ক্যামেরা দিয়ে তার ২০টি ছবি তোলা হয়। কিন্তু পেন্টগণ সে আসল ছবি গণমাধ্যমে প্রকাশ করেনি।

আপনার কপির অর্ডার দিয়েছেন তো?

রবার্ট বলেন, অভিযানের সময় বিন লাদেন মোটেও ভীত ছিলেন না। তিনি স্বাভাবিক ও শান্ত ছিলেন।

বিন লাদেনকে নিয়ে এতদিন ধরে অনেক কিছুই বানিয়ে বানিয়ে বলা হয়েছে বলেও তিনি বলেন। মৃত্যুর সময় কেমন ছিল তার অবস্থা সেসব তুলে ধরা হয় ভুলভাল করে। কিন্তু রবার্ট ওনেইল স্বীকার করলেন বিন লাদেনের আসল কাহিনী পেন্টাগরণ এখনও গোপন করছে।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ