মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

এ কোন ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে যাচ্ছে সৌদি আর ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ও ব্রিটেন ‘উদারপন্থী ইসলাম’ প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে।

গতকাল মঙ্গলবার মিসর সফর শেষে ব্রিটেনে যাওয়ার কথা রয়েছে সৌদি প্রিন্সের। ব্রিটেন সফরের আগ মুহূর্তে দ্য টেলিগ্রাফকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স এ মন্তব্য করেন।

ক্রাউস প্রিন্স বলেন, তিনি বিশ্বাস করেন ব্রিটেন ও সৌদি আরবের সম্পর্ক জোরদার হলে দুদেশ আরো বেশি নিরাপদ হবে এবং তারা একসঙ্গে মধ্যপন্থী ইসলাম প্রতিষ্ঠা কাজ করে যাবে।

প্রিন্স সালমান আরো বলেন, উভয় দেশের মাঝে ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আমরা পুনরায় সে সম্পর্কে ফিরে যেতে আগ্রহী।

দুদেশের মাঝে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠা হলে ব্রিটেন ও সৌদির জনগণসহ অন্যান্য দেশের মানুষও উপকৃত হবে।

তিনি বলেন, চরমপন্থী ও সন্ত্রাসীরা তাদের এজেন্ডা ছড়িয়ে দিতে কাজ করছে। আমাদেরও উদারপন্থী ইসলাম প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করে যাওয়ার প্রয়োজন।

তিন দিনের সফরে মিশর পৌঁছেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রোববার রাজধানী কায়রোতে পৌঁছলে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে অভ্যর্থনা জানান।

তিনি দেশটিতে তিনদিন অবস্থানের পর ৭ মার্চ ব্রিটেনে এবং ৯ মার্চ আমেরিকা সফরে যাবেন।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে মিসর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার।

এছাড়া আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিসরের শাসককে নানা আর্থিক সুবিধা দিচ্ছে।

সূত্র:  আল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ