মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বাবরি মসজিদ বিতর্ক না মিটলে দেশ সিরিয়া হয়ে যাবে : গুরু রবিশঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের বাইরে অযোধ্যা বিতর্ক মিটিয়ে ফেলার চেষ্টায় রত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর ফের বিতর্কিত মন্তব্য করেছেন। তার কথায়, অযোধ্য বিতর্ক না মিটলে দেশ সিরিয়ায় পরিণত হবে। আর্ট অফ লিভিংয়ের প্রধান শ্রী শ্রী রবিশঙ্কর প্রথম থেকেই বিষয়ট আদালতের বাইরে মিটিয়ের নেওয়ার পক্ষে নানা যুক্তি পেশ করে আসছিলেন।

আজও তিনি বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার পক্ষেই জোরালো মত পেশ করেছেন।

তিনি বলেন, ‘এই বিষয়টি না মিটলে দেশ সিরিয়া হয়ে যাবে। অযোধ্যা মুসলিমদের ধর্মীয় স্থান না। নিজেদের দাবি ত্যাগ করে এক অনন্য উদাহরণ পেশ করা উচিত মুসলিমদের।’ তিনি আরও বলেন, আদালতে রায় ঘোষণা হয়ে গেলেও কেউ রাজি হবে না। আদালতের রায়ে যে কোনও এক পক্ষ পরাজিত হবে। আদালতের রায়ে বিষয়টি এখন মিটে গেলেও পরে পরিস্থিতি খুবই খারাপ হবে। যা সমাজের জন্য হবে খুবই বিপজ্জনক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে সিরিয়া প্রসঙ্গ টেনে জোরালো বিতর্ক উস্কে দিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর। তার এই মন্তব্যকে ঘিরে ভারতজুড়ে শুরু হয়েছে সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রাজনীতিবিদরা তার এই মন্তব্যে সমালোচনা করেছেন।

পাশাপাশি সোশ্যাল সাইটে এই মন্তব্য নিয়ে শ্রী শ্রী রবিশঙ্ককে ট্রোল করা হচ্ছে। সোশ্যাল সাইট ব্যবহারকারীদের কথায়, দাঙ্গায় প্ররোচনা দিচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্কর।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ