মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মুসলিমদের এক হাতে কুরআন, অন্য হাতে কম্পিউটার চাই: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমরা চাই মুসলিমদের এক হাতে কুরআন, অন্য হাতে কম্পিউটার থাকুক।’ আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর উপস্থিতিতে এক সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

নয়াদিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’- শীর্ষক ওই সম্মেলনে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহসহ বিভিন্ন দেশের ইসলামি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে এবং তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। শান্তি ও ভালোবাসার সুবাতাস ভারতের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়েছে। ভারতে আমরা সকলের উন্নয়নের জন্য সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি। ’

তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ, আমাদের ধর্মীয় বার্তা ও নীতি এমন এক শক্তি যার বলে আমরা সহিংসতা ও সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারি। মানবতার বিরুদ্ধে আক্রমণকারীরা সম্ভবত বোঝে না যে, ক্ষতি সেই ধর্মের হয় যার জন্য তারা দাঁড়িয়েছে বলে দাবি করে। ’

তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে। সেজন্য আমাদের তরুণদের ইসলামের মানবিক বৈশিষ্টগুলোর সঙ্গে পরিচিত হওয়া উচিত।

জর্ডানের রাজা তাঁর ভাষণে বলেন, ধর্মীয় মতবাদের সঙ্গে মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ ও বিকশিত করে। যে মতবাদ বিদ্বেষ ছড়ায় সকলের তা প্রত্যাখ্যান করা উচিত।

জর্ডানের রাজা তিন দিনের ভারত সফরের উদ্দেশ্যে গত মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে পৌঁছন। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভারতের প্রধানমন্ত্রী ও জর্ডানের রাজার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এসময় উভয় দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষ আলোচনা হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দু’দেশের মধ্যে প্রতিরক্ষাসহ ১২টি চুক্তি সই হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ