রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬


কোন সংস্থার সদর দফতর কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ফিচার ডেস্ক

বিশ্বের বিভিন্ন স্থানে নানান সংস্থা রয়েছে। প্রত্যেক সংস্থার রয়েছে দফতর-সদর দফতর। আমাদের জানার তালিকায়ও  রয়েছে কোন কোন দফতরের নাম-ঠিকানা।  আবার অজানায় রয়ে গেছে অনেক। আমরা যারা বিসিএস পরিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছি কিংবা জানার শখ রাখি- তাদের জন্য বিশ্বের ৫০ টি সংস্থার সদর দফতর কোথায় তা উল্লেখ করা হলো। আসুন জেনে নেওয়া যাক-

১. ইউএনডিপি- নিউইয়র্ক
২. জাতিসংঘ- নিউইয়র্ক
৩. সিআইএ- ভার্জিনিয়া
৪. ওআইসি- জেদ্দা
৫. আইআরআরআই- ফিলিপাইন (লস ব্যানোস)
৬. সার্ক- নেপাল (কাঠমুন্ডু)
৭. ইউরোপীয় ইউনিয়ন- ব্রাসেলস
৮. ন্যাটো- ব্রাসেলস
৯. ইউনেসকো- প্যারিস
১০. ডব্লিউআইপিও- জেনেভা
১১. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- বার্লিন, জার্মানি
১২. আন্তজার্তিক রেডক্রস- জেনেভা
১৩. এডিবি- ম্যানিলা
১৪. ইসলামি উন্নয়ন ব্যাংক- জেদ্দা
১৫. বিশ্বব্যাংক- ওয়াশিংটন
১৬. আন্তর্জাতিক আদালত- হেগ
১৭. আইএমএফ- ওয়াশিংটন ডিসি
১৮. হোয়াইট হল- ব্রিটেন
১৯. পিএলও- রামাল্লা, ফিলিস্তিন
২০. আইএইএ- ভিয়েনা
২১. ডব্লিউএইচও- জেনেভা
২২. এফএও- রোম
২৩. বিআইএমএসটিইসি- ঢাকা
২৪. সিরডাপ- ঢাকা
২৫. ন্যাম- নেই
২৬. জি-এইট- নেই
২৭. ইউএনআইডিও- ভিয়েনা
২৮. আইসিজে- হেগ
২৯. ওপিসিডব্লিউ- হেগ
৩০. ওপিইসি- ভিয়েনা
৩১. ডব্লিউটিএ- জেনেভা
৩২. ডব্লিউএলও- জেনেভা
৩৩. আইএলও- জেনেভা
৩৪. ইউএন ওমেন- নিউইয়র্ক
৩৫. ইফাদ- রোম
৩৬. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল- লন্ডন
৩৭. ইন্টারপোল- লিও
৩৮. আইডিএ- ওয়াশিংটন ডিসি
৩৯. ইউনিসেফ- নিউইয়র্ক
৪০. ইউএনসিটিডি- জেনেভা
৪১. আইটিইউ- জেনেভা
৪২. এএফপি- প্যারিস, ফ্রান্স
৪৩. এপি- নিউইয়র্ক
৪৪. রয়টার্স- লন্ডন
৪৫. সিএনএন- আটলান্টা, জর্জিয়া (যুক্তরাষ্ট্র)
৪৬. কমনওয়েলথ- লন্ডন
৪৭. ডি-এইট- ইস্তাম্বুল, তুরস্ক
৪৮. ইউএনইউ- টোকিও, জাপান
৪৯. ফিফা- জুরিখ, সুইজারল্যান্ড
৫০. আইসিসি- দুবাই


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ