বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান

বাসে বসে ফাযিল পরীক্ষার খাতা দেখছেন শিক্ষক! ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাযিল (স্নাতক) পরীক্ষার পেপার দেখা হচ্ছে বাসে। এহসান আহমেদ সুজন নামের এক ব্যক্তি ফেসবুকে ফটো, ভিডিওসহ বিষয়টি প্রকাশ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তার টাইমলাইনে লিখিত বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

শুরুতেই এরকম একটি পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী। আজ দুপুরে টেনিক্যাল থেকে ঠিকানা বাসে উঠি। সিট পাইনি, পেছনের দিকে যেতেই একটা জিনিস নজরে পড়ে, একজন শিক্ষক বাসে বসে কোন এক বোর্ড পরীক্ষার খাতা দেখছে আবার মাঝে মাঝে পাশের জনের সাথে কথাও বলছে।

কি যে দেখছে? তা আর বলার দরকার পড়ে না। আচ্ছা, প্রতি খাতা দেখা বাবৎ একজন শিক্ষক তো কিছু টাকা পান। দেখেছে, ঠিক দিতেছে, মার্কও দিতেছে, যোগও করতেছে।

জিজ্ঞেস করলাম কিসের খাতা? বলল, ফাযিল (ডিগ্রি) এর পরীক্ষার খাতা। খাতার উপরেও লেখা ছিল ইসলামি আরবি বিশববিদ্যালয়।

বললাম, এইভাবে দেখেছেন যে? জ্ঞান দিল, সব নকল করে লিখছে, দেখে দেখে লিখছে, গাইড বই দেখে দেখে লিখছে।

বললাম, আপনি জানেন কিভাবে দেখে দেখে লিখছে?

উল্লেখ্য, খাতার উপরের অংশ ছেঁড়া ছিল যা থেকে বুঝা যায়, কোন জায়গার খাতা এটা তার জানার উপায় নাই।

বলল, জানি জানি, সব নকল করে লিখছে।

বললাম, ভাই, নকল ধরার কাজ তো আপনার না, নকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ধরবেন, আপনার কাজ তো খাতা দেখা। এইভাবে খাতা দেখছেন যে?

তারপর আমাকে মার্ক এর হিসাব দিল, দেখেন মার্ক কি কম দিতেছি নাকি?

আজব! খাতা না পড়ে না দেখে মার্ক দিচ্ছেন, কম বেশি দেয়ার প্রশ্ন না তো। যে ছেলে বা মেয়েটি কষ্ট করে দিন রাত পড়ে হয়ত খুব একটা রেজাল্ট পাবার আশায় পরীক্ষা দিয়েছে, তার ফলাফল এইটা।

https://www.facebook.com/1109435289078414/videos/1712222218799715/?t=0


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ