বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজের ঘটনায় তোলপাড় এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী 

কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

জাপানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবন। বিশ্বের দীর্ঘতম এ কাঠের ভবনটি আগামী বছরের মধ্যেই উদ্বোধন করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

জাপানি ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল বিশ্বের দীর্ঘতম কাঠের বিল্ডিং নির্মাণ করার সিদ্ধান্ত নেয় ২০১৭ সালের শুরুতে। জাপানের টোকিও শহরের কেন্দ্রস্থলে নির্মাণ হচ্ছে এ ভবন। ১১৪৫ ফুট বা ৩৫০ মিটার উঁচু। এ ভবনে বাড়ি, অফিস, দোকান ও একটি হোটেল থাকবে। এমনকি জাপানের সর্বোচ্চ ভবন হিসেবে ২০৪১ সালে এর নির্মাণ সমাপ্ত ঘোষণা করা হবে।

জাপানের রাজধানী টোকিওকে পরিবেশগতভাবে সুন্দর করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে এ ভবন। নির্মাণ প্রোকৌশলিদের মতে ৫.৯ বিলিয়ন ডলার (৬ বিলিয়ন রুপীরও বেশি) খরচ হবে নির্মাণে। ভবনটির নকশা তৈরি করেছে জাপানি কোম্পানি নিকিন সিকি তবে বর্তমানে নির্মাণ করছে সমিটোমোমো গ্রুপ।

فوٹو بشکریہ نکین

জাপান এ প্রকল্পটির নাম করণ করেছে ‘ডাব্লিউ থ্রি হানড্রেড ফিফটি’। এ ভবনে কী ধরণের কাঠ ব্যবহার করা হবে এখনও জানা যায়নি। নকশা অনুযায়ি ভবনটি ৭তলা হবে। কাঠ ও ইস্পাত ব্যবহার হবে তাতে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ভবন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রবাস। ছাত্রাবাসটি ৫৩মিটার দীর্ঘ।

فوٹو بشکریہ نکین

উল্লেখ্য, জাপানে কাঠের ভবন নির্মাণ নিষিদ্ধ ছিলো। তবে সম্প্রতি ২০২০ টোকিও অলিম্পিকের নতুন জাতীয় স্টেডিয়াম কাঠ দিয়ে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করলে সরকারের কাছে আবেদন করে কোম্পানি সেটি মঞ্জুর করিয়েছে।

সূত্র: দেওয়ান উর্দূ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ