মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


এবার ভারতীয় চলচ্চিত্রে ‘মুসলমান’ শব্দ ব্যবহারের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: ফের ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড সিবিএফসি-র কোপে বাংলা সিনেমা। এবার সেন্সরের ফাঁসে কলকাতার পরিচালক রঞ্জন চৌধুরির ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’। ছবিতে ব্যবহৃত ‘মুসলমান’ শব্দ ব্যবহার করায় আপত্তি তোলে নিন্দা করা হয়েছে। আপত্তি তোলা হয়েছে আরও একাধিক শব্দ ও দৃশ্য নিয়েও।

ছবির গল্প পশ্চিমবঙ্গের মাধাইতলা উচ্চমাধ্যমিক স্কুলকে কেন্দ্র করে আবর্তিত হয়। শিক্ষক ঋত্বিকবাবু ও ছাত্রী জয়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন রটে। গ্রাম ছেড়ে চলে যান শিক্ষক। এমন সময় গ্রামে আসে শাহিল নামের এক যুবক। জয়ীকে ফের জীবনে ফেরানোর চেষ্টা করে। যা মোটেও ভাল চোখে নেয়নি পঞ্চায়েত প্রধান অবিনাশ চৌধুরি। অবিনাশের মেয়ে তিথি আবার শাহিলের প্রেমে পড়ে যায়। এভাবেই গল্প সাজিয়েছেন পরিচালক রঞ্জন চৌধুরি।

সিনেমাটির মুখ্য ভূমিকায় রয়েছেন সমদর্শী দত্ত, সৌমি ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী শম্পা হাসনাইন, বিশ্বজিৎ চক্রবর্তী ও শুভাশিস মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ