শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

সৌদি জোটের সমালোচনা করায় ইয়ামেনে নোবেলজয়ী তাওয়াক্কুলকে দলীয় পদ থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়ামেনে সৌদি জোটের ভূমিকা নিয়ে সমালোচনা করায় সালাহ পার্টি থেকে শান্তিতে নোবেলজয়ী তায়াক্কুল কারমানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল রোববার শেষ হওয়া লন্ডনের ওয়ারউইক অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে কারমান বলেন, ২০১৫ সাল থেকে সৌদি আরব ও আমিরাত ইয়ামেনে অপরিণামদর্শী হামলা চালাচ্ছে।

এর আগে তিনি টুইটারে লিখেছেন,  হুতি মিলিশিয়াদের অভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সৌদি ও আমিরাত সানায় কুৎসিত দখলদারিত্বে মেতে উঠেছে। ইয়ামেনে তারা নোংরা প্রভাব বিস্তারের চেষ্টা করে যাচ্ছে।

ইসলাহ পার্টিকে মিসরের মুসলিম ব্রাদারহুডের ইয়ামেন শাখা হিসেবে বিবেচনা করা হয়। সৌদি ও আমিরাত ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখছে। কিন্তু তাওয়াক্কুলের এ মন্তব্যের পর ইসলাহ পার্টি তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে।

ইসলাহ পার্টি তার বিবৃতিতে বলেছে, তাওয়াক্কুল কারমানের বক্তব্য দল ও দলীয় নীতির প্রতিনিধিত্ব করে না। তার কথার সঙ্গে দলীয় অবস্থানের মিল নেই। এ কারণে দলের মহাসচিব তাকে দলীয় পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হুতি মিলিশিয়ারা সানা দখলের পর থেকে কারমান ইয়ামেন ত্যাগ করেন। বহিষ্কৃত হওয়ার পর তিনি তার দল ইসলাহের নেতাদের রিয়াদের বন্দি ও দাস হিসেবে আখ্যা দেন।

খবর: রয়টার্স/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ