বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়!

অনলাইনে অর্ডার; আইফোন-৮ এর বদলে একটি সাবান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অনলাইনে কেনাকাটা এখন বেশ জনপ্রিয়। রাস্তায় জ্যামে পড়ার ঝনঝট নেই। নেই ভাড়া খরচের ভয়। অনেকের কাছে এটি নিরাপদও।

তবে সম্প্রতি অনলাইন কেনাকাটা প্রতারণা শিকারও হচ্ছেন কেউ কেউ। তেমনই একজন হচ্ছেন ভারতের মুম্বাইয়ের তাবরেজ মেহাবুব নাগরালি। ২৬ বছর বয়সী তাবরেজ পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।

তিনি অনলাইনে আইফোন-৮ এর অর্ডার দিয়েছিলেন। এর জন্য পরিশোধ করেছিলেন ৫৫ হাজার রুপিও। কিন্তু তাবরেজ আইফোনের বদলে পেয়েছেন আস্ত একটি সাবান। খবর এনডিটিভি, মুম্বাই মিররের।

২১ জানুয়ারি ফ্লিপকার্টে আইফোন-৮ এর অর্ডার দেন তাবরেজ। পরদিন বেলা সাড়ে তিনটার দিকে অফিসে প্যাকেজটি হাতে পান তিনি।

তাবরেজ বলেন, ডেলিভারি বয় আমার ডিজিটাল সিগনেচার নিয়ে চলে যায়। আমি যখন প্যাকটি খুলি সেসময় আমার এক বন্ধু ও অফিসের চৌকিদার পাশেই ছিল। কিন্তু বাক্স খুলে আমি তো অবাক। কারণ সেখানে ফোনের বদলে রয়েছে গোলাপি রঙের একটি সাবান।

তবে এই ঘটনার পর তিনি ফ্লিপকার্টের ওয়েবসাইটে তাৎক্ষণিক কল করেন তিনি। কিন্তু তাদের কাছ থেকে তেমন সাড়া পাননি তাবরেজ। পরে তাবরেজ ফ্লিপকার্টের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দিয়েছেন। তাবরেজের ওই অভিযোগ পাওয়ার সত্যতাও নিশ্চিত করেছেন বাইকুল্লা পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর অভিনাশ সিংয়েট।

এদিকে ফ্লিপকার্টের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনার তদন্ত করছে।

এ ধরনের ঘটনা ভারতে এবারই প্রথম নয়। এর আগে স্ন্যাপডিল ও অ্যামাজনের মতো ওয়েবসাইটে মোবাইল ফোন অর্ডার দিয়ে সাবান পাওয়ার ঘটনা ঘটেছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ