সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

‘চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদে'র কমিটি গঠন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেমেদ্বীন, লেখক ও গবেষক  ড. আ ফ ম খালিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দক্ষিণ জেলা ভিত্তিক অরাজনৈতিক ধর্মীয় সেবামুলক কাফেলা "চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদ" এর নীতিমালা/গঠনতন্ত্রানুযায়ী দীর্ঘ কর্মসূচিকে পূর্ণঙ্গ রুপদান করার দৃঢ় প্রত্যায়ে গত ৫/১/২০১৮ ইং সন্ধায় চট্টগ্রাম পটিয়া শান্তির হাট মীর সুপার মার্কেটের ২য় তলায় উপ-পরিষদের সদস্য মাওলানা মোজ্জাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও আহ্বায়ক মুহাম্মদ মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় নবদূত নীতিমালার ৬ষ্ঠ ভাগের অনুচ্ছেদে লিপিবদ্ধ কর্মসূচীর ভিত্তিতে ওলামা মাশায়েখ উপদেষ্টা পরিষদ, শিক্ষা ও শিল্পপতি উপদেষ্টা পরিষদ সহ উপ-পরিষদের গঠনের ৫/১/২০১৮ থেকে ৩০/১১/২০১৮ ইং ২১ জন বিশিষ্ট একটি কমিটি করা হয়।

এবং এই কমিটি কে দক্ষিণ জেলা ২৮ টি মাদরাসার পরিচালক মহোদয়গণের সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা করণ ও পরামর্শ করার উপর গুরুত্বারুপ করা হয়। তা ছাড়া পূর্ণাঙ্গ ৫১ জন উপদেষ্টা নির্বাচন করার আলোচনা করা হয়। এতে সাংগঠনিক অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন নব-নির্বাচিত পরিষদের সদস্য ও উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত একঝাঁক সংগঠন প্রেমী সংগঠক বন্ধুরা।

নব-নির্বাচিত কমিটিতে যারা রয়েছেন

১/সভাপতি- মুহাম্মদ এফ.এস.ডি ইকরামুল হক
২/সিনিয়র সহ সভাপতি- মাওলানা ফিরোজ উদ্দিন।
৩/সহ সভপতি- মুহাম্মদ আবছারুল হাসান।

৪/সাধারণ সম্পাদক- মাওলানা সাইফুল করিম।
৫/সিনিয়র সহ সাধারণ সম্পাদক- মাওলানা ইউনুছ হাবিব।
৬/সহ সাধারণ সম্পাদক- মুহাম্মদ মাওলানা কায়সার হামিদ।

৭/সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ মিছবাহ উদ্দিন।
৮/সহ সাংগঠনিক সম্পাদক- এহসান উল্লাহ।
৯/অর্থ সম্পাদক- মাওলানা জুনাইদুল হক।

১০/সহ অর্থ সম্পাদক- মুহাম্মদ ফরহাদ হোসাইন।
১১/প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মুহাম্মদ এইচ এম ইদ্রিস।
১২/সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মুহাম্মদ মাসুদুর রহমান।

১৩/হিসাব ও দপ্তর বিষয়ক সম্পাদক- মাওলানা আরিফুল ইসলাম।
১৪/সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- জাহেদ উল্লাহ।
১৫/সিনিয়র সদস্য-মাওলানা জহিরুল ইসলাম।

১৬/সদস্য-মাওলানা হোসাইন আহমদ।
১৭/সদস্য-মাওলানা নুরুল ইসলাম সাইফী।
১৮/সদস্য-মুহাম্মদ মিজানুর রহমান (মুরাদ)

১৯/সদস্য-মুহাম্মদ খালেদ আনিছ।
২০/সদস্য-মুহাম্মদ ওসমান গনী।
২১/সদস্য-মুহাম্মদ রিদওয়ানুল হক।

আলোচনা সভা শেষে সংগঠন, দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি ও উপ-পরিষদের সদস্য মাওলানা মোজ্জাম্মেল হক চৌধুরী সাহেব।

উল্লেখ্য,  আগামী ডিসেম্বর ২০১৮ পটিয়া উপজেলায় এক ইসলামি মহা সম্মেলন এর মাধ্যমে নবদূত পরিবারে পথচলা ও আত্মপ্রকাশ করার ইচ্ছা পোষণ করেছেন নবদূত পরিবারের সদস্য গণ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ