
|
আল-মাদানী ফাউন্ডেশনের ১৫তম আন্তর্জাতিক মহাসম্মেলন ৫-৭ নভেম্বর
প্রকাশ:
২৮ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ সকাল
নিউজ ডেস্ক |
আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সিরাতুন্নবী সা. উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্র কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এই মহাসম্মেলন। প্রতিদিন বাদ জোহর থেকে শুরু হবে মাহফিলের মূল পর্ব। জুমার দিন বেলা ১১টায় শুরু হয়ে জুমার নামাজ মাঠেই অনুষ্ঠিত হবে এবং রাত ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম ও খ্যাতিমান মুফাসসিরে কুরআনগণ বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তাকরির ও বয়ান পেশ করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পাকিস্তানের তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাআত, মুতাকাল্লিমে ইসলাম আল্লামা শাইখ ইলিয়াস গুম্মান। মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা ও তাকরির পেশ করবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী (নলসিটি, ঝালকাঠি), মুফতী সাখাওয়াত হোসাইন রাযী, মুফতী হাবিবুর রহমান মিছবাহ [কুয়াকাটা], মাওলানা সাদিকুর রহমান আযহারী, মাওলানা মেরাজুল হক মাযহারী, মুফতী রেজাউল করীম আবরার, মুফতী আমজাদ হোসাইন আশরাফী, মুফতী ইসমাইল বুখারী কাশিয়ানী, মুফতী সাঈদ আহমাদ [কলরব], মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতী উবায়দুর রহমান হুযাইফী, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী, মুফতী মোয়াবিয়া আল-হাবিবী প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জহির উদ্দীন প্রধান উপদেষ্টা, আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ।
১৫তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির বলেন, পবিত্র কুরআনুল কারিমের ব্যাখ্যা, দ্বীনি-সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে এ মাহফিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। এনএইচ/ |