মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী লেখক ফোরামের আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের’ সাহিত্য ও আনন্দ ভ্রমণ। এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণ ছিল বাংলাদেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ।

দিনভর সাংস্কৃতিকমূলক নানা প্রতিযোগিতা, আড্ডা, মতবিনিময় ও বইয়ের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে এ আনন্দ ভ্রমণ।

ভ্রমণসঙ্গীদের নিয়ে সকাল আটটায় বায়তুল মোকাররমের পশ্চিম রোড থেকে গাড়ি ছাড়ে প্রাচীন ইতিহাসের নিরব সাক্ষী সোনারগাঁওয়ের উদ্দেশ্যে। সকাল দশটা নাগাত সেখানে পৌঁছে সোনারগাঁওয়ের লোকজ ও কারুশিল্প জাদুঘর, পানামসিটিসহ সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করা হয়।

এছাড়া রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা। ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতা সবার মনে অন্যরকম এক আনন্দ যোগায়।

প্রতিযোগিত পর অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী, সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন পর্ব। এ পর্ব শেষে মাগরিবের নামাজের পর ভ্রমণসঙ্গীগণ সোনারগাঁও ত্যাগ করেন।

ইসলামী লেখক ফোরামের এ সাহিত্য ও আনন্দ ভ্রমণে তরুণদের উজ্জীবিত করতে বড়দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন [বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস], কবি মহিউদ্দিন আকবর [নজরুল গবেষক], শায়খ আহমাদুল্লাহ [সৌদি প্রবাসী দাঈ], মাওলানা মুফীজুল ইসলাম [হৃদয় গলে সিরিজের লেখক], ড. গোলাম রব্বানী [শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়], ড. ইমতিয়াজ বিন মাহতাব [বিশিষ্ট লেখক, রাজশাহী], মুফতি উসামা আমিন [শামছুল হক ফরিদপুরী রহ.-এর নাতি] , মাওলানা আইয়ুব বিন মঈন [বিশিষ্ট লেখক], মাওলানা সাইফুল ইসলাম [বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব]। এহসানুল হক [রকমারি ডটকম] সহ অনেক বিশিষ্টজন।

এবারের সাহিত্য ও আনন্দ ভ্রমণে আয়োজন সহযোগী হিসেবে থাকছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম তরুণলেখকদের মনে আনন্দ যোগাতে প্রত্যেক বছর এ সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকেন। গত বছর গাজীপুরের ন্যাশনাল পার্কে দিনভর এমন আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল, যা লেখকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

পুরো অনুষ্ঠানের ৩০০+ ছবি দেখতে ক্লিক করুন 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ