এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর!
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৫, ০৮:০২ রাত
নিউজ ডেস্ক |
![]()
১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। তবে যাদের টোকেন দেওয়া হবে তারাই এই দামে গরুর গোশত পাবে। মুফতি রায়হান জামিল জানান, ফরিদপুরের ভাঙ্গায় ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ৩টায় গরিব অসহায় মানুষদের মধ্যে মাত্র এক টাকা কেজি গরুর গোশত বিক্রি করা হবে। তিনি জানান, যাদের টোকেন দেওয়া হবে শুধু তারাই এই দামে গরুর গোশত পাবে। স্বতন্ত্র এমপি প্রার্থী বলেন, সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুন্দরভাবে এই খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন। প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বর মাসে ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন মুফতি রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। তখন এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় এবং দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এলএইস/ |