শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: মাওলানা শিহাবুদ্দীন কামালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরের সভাপতি মাওলানা শিহাবুদ্দীন কামালী বলেছেন, বিজয়ের ৪৬ বছর পরেও আজ আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত।

ভিনদেশি ফরমায়েশি হুকুম তামিলে আমাদের সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে। এজন্য দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দেওয়ানহাটস্থ কার্যালয়ে আয়োজিত এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে নগর সভাপতি মাওলানা শিহাবুদ্দীন কামালী উপরোক্ত কথা বলেন।

নগর সেক্রেটারী জনাব ডাঃ এম এ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে নগর সেক্রেটারী জনাব ডাঃ এম এ সিদ্দিক বলেন -বিজয়ের কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন উন্নত, মননশীল মানুষ সৃষ্টি। একমাত্র মহানবী সা. নিদের্শিত পথই হচ্ছে সেই আলোকিত মানুষ তৈরীর গ্যারান্টি।

সভা শেষে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়।

 

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ