শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জাকির নায়েকের বিরুদ্ধে ফের ইন্টারপোলে আবেদন করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ডা. জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ চেয়ে ফের আবেদন করবে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তার বিরুদ্ধে চার্জশিট জারি না হওয়ায় ‘এনআই’ এর আগের আবেদনটি খারিজ হয়ে যায়।

কিন্তু এবার মুম্বাইয়ের বিশেষ আদালতে চার্জশিট দায়ের করেছে এনআইএ। তাই ফের তারা জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হবে।

সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত বিতর্কিত জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাস ছাড়াও টাকা পাচারের অভিযোগ রয়েছে। উসকানিমূলক বক্তৃতা দিয়ে সে জাতিগত দ্বন্দ্ব ছড়ায়, জঙ্গিদের অর্থ সাহায্য করে, পাচার করে কোটি কোটি টাকা। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হওয়ার পরই ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমান জাকির নায়েক।

এনআইএ রেড কর্নার নোটিশ চাওয়ার পর থেকেই ঘন ঘন ঠিকানা বদলাচ্ছেন ডা. জাকির। এই মুহূর্তে সে কোথায় সঠিক জানা যাচ্ছে না, তবে ঘোরাফেরা করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে।

ভারত সরকার তার পরিচালিত টিভি চ্যানেল ও স্বেচ্ছাসেবী সংস্থা নিষিদ্ধ করেছে। সুত্র: এবিপি আনন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ