রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭


হেলিকাপ্টার দুর্ঘটনায় সৌদি যুবরাজ মানসুরের মৃত্যু, গণমাধ্যমে নানা গুঞ্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ইয়ামেন সীমান্তে হেলিকাপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন। তার সঙ্গে আরও ৭ সৌদি কর্মকর্তা নিহত হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, গতকাল রবিবার প্রিন্স মানসুর বিন মুকরিন ৭ সৌদি কর্মকর্তাকে নিয়ে আবহা অঞ্চলের একটি সরকারি প্রজেক্ট দেখতে বের হন।

তবে সৌদি সরকারের পক্ষ থেকে হেলিকাপ্টার বিধ্বস্ত হওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়  নি।

যুবরাজ মানসুরের পিতা মুকরিন বিন আবদুল আজিজকে সরিয়ে মুহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স করা হয়। নিহত মানসুর আসির প্রদেশের ডেপুটি গভর্ণর পদে কর্মরত ছিলেন।

যুবরাজ মনসুর নিহত হওয়ার পর মিডিয়াতে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছে, ইয়েমেনের ক্ষেপনাস্ত্রের আঘাতে তার হেলিকাপ্টার বিধ্বস্ত হয়েছে। কারণ তার নিহত হওয়ার সাথে সাথে হুতি বিদ্রোহীরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

অন্যদিকে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ-এ সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ক্ষমতা সুসংহত করার অংশ হিসেবে তাকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

সূত্র : আল আরাবিয়া, ডেইলি মেইল ও হারেৎজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ