মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


পাঠ্যপুস্তক থেকে মোগল ইতিহাস ছেঁটে ফেললো বিজেপি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মোগল সম্রাটদের ইতিহাস অপ্রাসঙ্গিক বলে পাঠ্য বই থেকে তা বাদ দেয়ার উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের বিজেপি সরকার।  মোগল সাম্রাজ্য আর ইউরোপিয় ইতিহাস এখন অপ্রাসঙ্গিক, এই দাবিতে সপ্তম এবং নবম শ্রেণির ইতিহাস বই থেকে এসব বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র শিক্ষা দফতর।

মোগল ও ইউরোপীয়দের ইতিহাসের পরিবর্তে আরও বেশি মারাঠা সাম্রাজ্য এবং শিবাজির ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সরকারের দাবী শিক্ষক ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
পাঠ্য বই সংশোধনী কমিটির প্রধান সদানন্দ মোরে জানিয়েছেন, পাঠ্যসূচিকে আরও বেশি করে মহারাষ্ট্র কেন্দ্রিক করার প্রচেষ্টা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা মহারাষ্ট্রের বাসিন্দা। নিজেদের রাজ্যের ইতিহাস ভালো করে জানা প্রয়োজন। তাই পাঠ্যবইয়ে বদল কোনও ভুল সিদ্ধান্ত নয়।’

 

তিনি আরও জানান, সপ্তম শ্রেণির নতুন পাঠ্যসূচিতে মধ্যযুগীয় ভারতে মোগল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে মারাঠা প্রধান শিবাজির ২৭ বছরের লড়াই উল্লেখ থাকবে।

নবম শ্রেণির ইতিহাসে ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় রাজনীতির দীর্ঘ ইতিহাসের বিস্তারিত বর্ণনা থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ