জামিল আহমদ : ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের মুসলমানরে উপর জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে। ইসরাইলের নগ্ন হামলায় ফিলিস্তিনী মুসলমানরা শান্তিতে ঈদ করতে পারে না। সেখানে মুসলমানদের ধর্মীয় অধিকার কেঁড়ে নেয়া হয়েছে। ইহুদীবাদী ইসরাইল আজ মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান মসজিদুল আকসায় নামাজ আদায় বন্ধ করে দিয়েছে। অথচ সাড়া দুনিয়া নিরব। প্রতিনিয়ত সেখানে নারী, শিশুসহ ফিলিস্তিনী জনগণ নিহত হচ্ছে। এসব জুলুমের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মহিলা বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ উম্মে সুমাইয়া কাদের এসব কথা বলেন।
শুক্রবার ২১ জুলাই ১৭ বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বিজয়নগরস্থ প্রো-একটিভ হলে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদিকা সুরাইয়া খন্দকারের সভাপতিত্বে ও সেলিনা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন মুহতারামা রায়হানা লোপা। আলোচনায় অংশগ্রহন করেন মিসেস আয়েশে আক্তার, মিসেস খসরু, মিসেস জহির, মিসেস তাকিয়া মাহবুব, মিসেস ইউনুস, শামসুন্নাহার শিরিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পাশের কক্ষ থেকে দারস-এ-কুরআন পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক। অতিথি হিসেব উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ। দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী। অনুষ্ঠানে পুরুষ অতিথিরা আলাদা কক্ষ থেকে বক্তব্য দেন।
-এজেড
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        