সোমবার, ২৫ আগস্ট ২০২৫ ।। ১০ ভাদ্র ১৪৩২ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইয়েমেন জুড়ে ত্রিশের অধিক বিমান হামলা, নিহত ৬ জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ‘আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছে না?’ দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান ভিকারুননিসা'র হিজাববিদ্বেষী শিক্ষিকাকে অবিলম্বে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান হিজাব ও দাড়ি বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিবাদ দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ইসি’র ঘোষিত রোডম্যাপ জাতিকে হতাশ করেছে: অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে নতুন কোন চমক নেই। তার বক্তব্য গতানুগতিক ও ‘আওয়ামী লীগ-এর এজেন্ডা বাস্তবায়নে সহায়ক। তার এধরণের বক্তব্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ।

মাওলানা মাদানী বলেন, গোটা জাতি আজ এ ব্যাপারে একমত যে, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আদৌ সম্ভব নয়। তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এ ধরনের প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের যেকোনো উদ্যোগ জাতি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে।

তিনি আরো বলেন, জাতি আশা করেছিল বর্তমান নির্বাচন কমিশন সাবেক নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। প্রত্যাশা ছিল নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় জাতি আশান্বিত হবে। কিন্তু রোডম্যাপ ঘোষণা জাতিকে হতাশ করেছে।

দেশবাসী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে সব দল একমত। জাতি প্রকৃত ভোটাধিকার ফিরে পেতে চায়।

সোমবার সকালে ১০টা থেকে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দফতর ভিত্তিক তারবিয়াতে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, শায়খুল হাদীস মকবুল হোসাইন, ঢাকা উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মুফতি হেমায়েতুল­াহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, এ্যাডভোকেট একেএম এরফান খান প্রমুখ।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, জেলা দায়িত্বশীলদেরকে যোগ্যতা, দক্ষতা ও বিচক্ষনতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মনোযোগী হতে হবে। তিনি নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য জেলা দায়িত্বশীলদেরকে তাগিদ প্রদান করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ