বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আবারো ফ্রান্সে মসজিদে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের একটি মসজিদে গাড়ি হামলার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েকদিন আগে প্যারিসের একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এবার আক্রান্ত ফ্রান্সের একটি মসজিদ।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আরাহামা মসজিদের সামনে বন্দুকধারীরা হামলা চালালে প্রায় আটজন আহত হয়েছেন। সোমবার ফরাসি পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছিলেন। সে সময় হুডি পড়া দুইজন মসজিদের সামনে বন্দুক দিয়ে হামলা চালায়।  স্থানীয় সংবাদমাধ্যম লা প্রভেন্সকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, মসজিদের সামনে একই পরিবারের চারজনসহ মোট আটজন আহত হয়েছে। এর মধ্যে সাত বছর বয়সী একজন মেয়েশিশুও  হামলার শিকার হয়েছে।

লা প্রভেন্স সূত্রে বিবিসি আরও জানায়, দুই হামলাকারীর হাতে হ্যান্ডগান ও শটগান ছিলো। তারা রেনাল্ট সিলোতে এসে গুলি ছুড়তে শুরু করে।

তবে পুলিশ এখনই একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। স্থানীয় প্রসিকিউটরের অফিস থেকে দেওয়া বিবৃতির ভাষ্য 'অ্যাভিগোনের হামলাকে আমরা এখনই সন্ত্রাসী হামলা  বলতে পারছি না। জেলা ম্যাজিস্ট্রেট লরা চবাদ বলেন, স্থানীয় কয়েক তরুণের বিবাদের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।'

এর আগে বৃহস্পতিবার প্যারিসের ক্রিটেল এলাকায় মসজিদের সামনে গাড়ি হামলা চালানো হয়। ওই চালককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে সেই ঘটনায় কেউ আহত হয়নি।

 

লন্ডনে এবার মুসুল্লিদের উপর গাড়ি হামলা

আইএসের হামলার প্রতিশোধ নিতে প্যারিসের মসজিদে হামলার চেষ্টা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ