বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শর্ত না মানলেও আলোচনায় প্রস্তুত কাতার: আল থানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবসহ চার দেশ কর্তৃক কাতারের উপর আরোপিত  শর্তকে অগ্রহণযোগ্য এবং তা না মানার জন্যই দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। শনিবার ইতালির রোমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আল থানি বলেন, এই দাবিগুলো সন্ত্রাসবাদ দমনের জন্য নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার জন্যই এই অযৌক্তিক শর্তারোপ করা হয়েছে। তবে তিনি জানান শর্ত না মানলেও কাতার এখনও আলোচনা করতে প্রস্তুত।

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনের জন্য চার দেশ মিলে কাতারকে ১৩টি শর্ত দেয়। শর্ত পূরণের জন্য কাতারকে ১০ দিনের সময়ও বেধে দেয়া হয়েছিল।

শেখ মোহাম্মদ বলেন, ‘এই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা গ্রহণ বা আলোচনা করতে না পারি।’ তিনি বলেন, যৌক্তিক দাবি নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি।

সৌদি জোট জানায় এই শর্ত না মানার কোনো বিকল্প নেই। তবে শেখ মোহাম্মদ আল থানি জানিয়েছেন, কাতার শর্ত  না মানার সিদ্ধান্তে অটল।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই জানিয়ে আসছি আমাদের অবস্থানে থেকে এই দাবি মানা সম্ভব নয়। সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আমরা মেনে  নিবো না।’ সূত্র: রয়টার্স।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ