রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমীরে হেফাজতের সাথে খাগড়াছড়ি জেলা নেতাদের সৌজন্য সাক্ষাৎ ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি রাজনীতি ত্যাগ ছাড়া সম্ভব নয়: এ্যানি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী

এ বাজেট গণবিরোধী ও গরীব মারার হাতিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও গরীব মারার বাজেট। এই বাজেটকে প্রত্যাখান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর নেতৃবৃন্দ বলেন, যে বাজেটে শিশু খাদ্যের দাম বাড়ানো হয় এবং লবনের দাম বৃদ্ধি করা হয়েছে তা সম্পূর্ণরূপে অযৌক্তিক।

আজ শুক্রবার বাদ জুমআ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় নিয়মিত মাসিক সভায় এ মতামত ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর সহ সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদের, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলানা ফখরুল ইসলাম, জনাব ফজলুল হক মৃধা প্রমূখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, নতুন করে ব্যাংকে টাকা রাখার ওপর কর বাড়ানো হলো। এ সিদ্ধান্তটাই আত্মঘাতী। এর ফলে আমাদের আর্থিক খাতে ছায়া অর্থনীতির পরিমাণ বাড়বে। অল্প কিছু অর্থের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের এমন খারাপ পরামর্শ সরকার কেন গ্রহণ করল, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা চাই দেশে বৈধ আর্থিক মাধ্যমে লেনদেন বাড়–ক। তবে এ বাজেটে অতিরিক্ত করের মাধ্যমে তা নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, বাজেটে ৩০টি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই মেগা প্রজেক্টগুলোতে মেগা কস্টিং হবে। সেই মেগা কস্টিংয়ে মেগা দুর্নীতি হবে। মেগা পকেট ভারী হবে। পুরো বাজেটটিই হচ্ছে আজ নিজেদের পকেট ভর্তি করে জনগণকে মারার বাজেট। এই বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণ তো করবেই না, উপরন্তু সাধারণ মানুষের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। এছাড়াও তিনি বলেন, এ বাজেট প্রমান করে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সরকারের, তাই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ