রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ ড. সরোয়ার ও মাহতাবকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম ভোলায় ৩০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার প্রাইজবন্ডের ক্রয়, বিক্রয় ও তার প্রাপ্ত পুরস্কার এর ইসলামী বিধান। বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

গ্রীক দেবীর মূর্তি পুনঃস্থাপন সরকারের কপট চরিত্রের বহিঃপ্রকাশ: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুপ্রীম কোর্টের সামনে থেকে অপসারিত গ্রীক দেবী থেমিসের বিকৃত মূর্তি সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে পুন:স্থাপনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে গ্রীক দেবীর মূর্তি পুন:স্থাপন সরকারের কপট চরিত্রের বহি:প্রকাশ। সরকার তাওহিদী জনতাকে ধোকা দেয়ার জন্যে গ্রীক দেবীর মূর্তি সুপ্রীম কোর্টের সামনে থেকে ভিতরে নিয়ে স্থাপন করেছে।

৯২ ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ বিচারালয়ে গ্রীক দেবীর মূর্তি এদেশের তাওহিদী জনতা কিছুতেই মেনে নেবে না। অবিলম্বে সুপ্রীম কোর্টে পুন:স্থাপিত গ্রীক দেবীর মূর্তি অপসারনে করতে হবে। তা না হলে তাওহিদী জনতার আন্দোলন আরো তীব্রতর হবে।

গ্রীক দেবীকে পুনঃস্থাপনে আমরা বাকরুদ্ধ: আল্লামা আহমদ শফী

বিবৃতিতে নেতৃদ্বয় গতকাল রাতে সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে গ্রীক দেবীর মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী তাওহিদী জনতার উপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতকারকৃত সকল তাওহিদী ছাত্র জনতার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী জানানা।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ