মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


মেয়রের দায়িত্বে ফিরলেন বুলবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bulbul_meyarরাজশাহী সিটি কর্পোরেশন- রাসিক মেয়র পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিতের পর নিজ কার্যালয়ে গেছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

আজ বুধবার বেলা সোয়া ১১টায় নগর ভবনে আসেন মেয়র। সাড়ে ১১টার দিকে তিনি নিজ আসনে বসেন।

এ সময় কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংক্যক নেতাকর্মীরা মেয়র বুলবুলকে অভ্যর্থনা জানান।

পরে তিনি কার্যালয়ে প্রবেশ করে দুয়া পড়ে মেয়র চেয়ারে বসেন।

আদালতের আদেশ নিয়ে দীর্ঘদিন পর গত শনিবার দায়িত্বে ফেরার পাঁচ মিনিটের মাথায় বরখাস্ত হয়েছিলেন মেয়র বুলবুল। মামলায় অভিযোগপত্রে নাম থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ