মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ।। ১২ কার্তিক ১৪৩২ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


বড়হাট পৌঁছেছে সোয়াট: যে কোনো সময় অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Borohatআওয়ার ইসলাম : মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর অভিযানের পর এবার শহরের বড়হাট এলাকায় আরেকটি ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালাতে সেখানে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট (সোয়াট)।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গতকাল বৃহস্পতিবার রাতভর ওই এলাকা রেকি করেন বিশেষ এই বাহিনীর সদস্যরা।

এদিকে, সকাল পৌনে ৯টার দিকে ওই বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান বলেন, ‘এরই মধ্যে একটি অভিযান শেষ হয়েছে। এখন আমরা বড়হাটে অভিযানের প্রস্তুতি নিচ্ছি। রাতে রেকি করা হবে। কাল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু হতে পারে।’

মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকায় দুটি বাড়ি গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ