শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনে শাইখুল হাদিস জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

স্বীকৃতি বিষয়ে উচ্চতর বৈঠক: সনদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি খুব শীঘ্রই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikkha 2আওয়ার ইসলাম : কওমি মাদরাসার স্বীকৃতির ব্যাপারে স্বীকৃতি লিয়াজোঁ কমিটির সঙ্গে সরকারের উচ্চতর প্রতিনিধিদের এক বৈঠকে কওমি সনদের স্বীকৃতি প্রদান করে যথাসম্ভব দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত হয়েছে।

আজ শিক্ষামন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিক নিকট বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানীর মাধ্যমে তার নিকট পৌঁছানো হবে। তিনি তাতে সম্মতি দিলে তা প্রধানমন্ত্রীর নিকট পৌঁছানে হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করবেন। তারপর পূর্ব পর্যন্ত বৈঠকের সিদ্ধান্তগুলো গোপন রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

স্বীকৃতি লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের নিকট বৈঠক বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হন নি। তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘আজকের বৈঠকে স্বীকৃতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী বিস্তারিত কথা বলবেন।’

তবে তিনি প্রজ্ঞাপন জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বীকৃতি লিয়াজো কমিটির অপর সদস্য মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে বলেন, ‘আলোচনা বেশ এগিয়েছে। আমরা ঐক্যমত্যের দিকে এগিয়েছি। আশার আলো দেখছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

বৈঠকে সরকারের পক্ষে অংশগ্রহণ করেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদ্বয়, প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ। এছাড়াও উপসচিব পর্যায়ের কয়েকজন পদস্থ আমলা বৈঠকে অংশগ্রহণ করেন বলে জানা যায়।

বেফাকের প্রতিনিধিত্ব করেন স্বীকৃতি লিয়াজো কমিটির পাঁচ সদস্য। তারা হলেন, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি রুহুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন।

-এআরকে

আরও পড়ুন : ইসলামি সংগীতে দেশ ও মুক্তিযুদ্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ