শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনে শাইখুল হাদিস জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

সিলেটের বিস্ফোরণে আহতরা যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet_jongiসিলেটের আতিয়া মহলে এখনো অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে ভেতরে জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট পরে আছে। যে কোনো মুহূর্তে  তারা  বিষ্ফোরণ ঘটাতে পারে।

এদিকে অভিযানের ভেতরেই শনিবারে বোমা বিস্ফোরণ ঘটে আতিয়া মহলের পাশে। যাতে নিহত হয় ৬ জন এবং আহত হন ৪০ জনেরও বেশি মানুষ। আহত ২৬ জন এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আহতরা অনেকেই গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন চোখে দেখা অভিজ্ঞতা নিয়ে।

র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে রাতেই সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে অনেকেই গুরুতর আহত হয়েছেন। বিছানায় শুয়ে তারা জানান সেই ভয়াবহ স্মৃতি।

হাসপাতালের বেডে শুয়ে থাকা দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘প্রথম দফা বিস্ফোরণের খবর পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। রাস্তার উপর একটি পলিথিনের পোটলা পড়ে থাকতে দেখি। একটি কাঠি দিয়ে সেটার ভেতরে কী আছে তা দেখার চেষ্টা করছিলাম। এসময় বিস্ফোরণ ঘটে। দুই সহকর্মী নিহত হন। আমার ডান পায়ে স্প্লিন্টার বিঁধে। ’

আহত নাজিম আহমেদ বলেন, ‘একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করি আমি। সেলসম্যানরা যেসব দোকানে পণ্য দিয়ে যায়, সেগুলো থেকে টাকা সংগ্রহ করি আমি। আতিয়া মহলে অভিযান শেষ হয়ে গেছে, এমনটা শুনে আমি শিববাড়ি এলাকার দোকানে টাকা সংগ্রহ করতে যাই। কয়েকজনের সাথে কথা বলছিলাম। এমন সময় গোটাটিকর দাখিল মাদরাসার সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আমি পাশের ধানক্ষেতে গিয়ে পড়ি। পরে আমাকে হাসপাতালে আনা হয়। আমার পায়ে মারাত্মক জখম হয়েছে। ’

ঘটনাস্থলে উৎসাহী হয়ে গিয়ে আহত হওয়া মোশতাক আহমদ বলেন, ‘অভিযান দেখতে উৎসুক হয়ে গিয়েছিলাম আমি। সন্ধ্যার পর অন্যদের সাথে ফিরছিলাম, এমন সময় বিস্ফোরণ ঘটে। এরপর আর কিছু মনে নেই। পরে নিজেকে হাসপাতালে দেখতে পাই। ’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ