শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kobita Khanomআওয়ার ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

কবিতা খানম বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে কি না তা এখনও ঠিক হয়নি। সময়ই তখনকার করণীয় নির্ধারণ করবে।'

তবে সকলের গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উপ-নির্বাচনে কমিশন প্রমাণ করেছে আগামীতে এ কমিশনের অধীনে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও রক্তপাতহীন হবে।'

জাতীয় নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, 'আমরা চেষ্টা করব সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।'

তবে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সব রাজনৈতিক দলের সহযোগিতারও প্রয়োজন রয়েছে বলে জানান কবিতা খানম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মুখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, বড়লেখা ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, রাজনগর উপজেলা নির্বাচন অফিসার একেএম মুছা, বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার বাবলু সূত্রধর প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ