শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কাতার বিশ্বকাপে নিরাপত্তা দিবে পাক বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak armyআওয়ার ইসলাম : পাকিস্তান নিরাপত্তা বাহিনী কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা প্রদান করবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানির পক্ষ থেকে এমন প্রস্তাব পেয়েছে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

নিজ দেশে নিরাপত্তা দিতে না পারায় যখন পাকিস্তান থেকে আন্তর্জাতিক খেলা বিদায় নিয়েছে, তখন কাতারের এ প্রস্তাবে খানিক খানিক বিস্মিত আন্তর্জাতিক মহল।

শুধু বিশ্বকাপের নিরাপত্তা নয়; বরং সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রেও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা চেয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাক বাহিনীর সহায়তাও চেয়েছে দেশটি।

কাতার সফরকারী পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দেয়া সাক্ষাতের সময়ে এ সব সহায়তা চান কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আলে সানি। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।

আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতার পাশাপাশি এ লক্ষ্যে প্রয়োজনীয় জনশক্তি যোগানোর জন্যও পাক সেনাবাহিনীর প্রতি আহবান জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে জেনারেল বাজওয়া কাতারকে কাঙ্ক্ষিত সবক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া, চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পাক বাহিনীর ভূয়সী প্রশংসা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাজওয়া।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ