শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Enternআওয়ার ইসলাম : চার দিনের কর্মবিরতির পর আজ তা প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকগণ। আজ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানান, সকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ইন্টার্ন চিকিৎসক নেতাদের বৈঠক হয়। বৈঠকে চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মরিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

এক সহকর্মীর লাঞ্ছিত হওয়ার জেরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ইন্টার্ন চিকিৎসকরা গত ১৯ ফেব্রুয়ারি গুরুতর রোগীর এক স্বজনকে দফায় দফায় মারধর এবং কান ধরে ওঠবস করান।

এ ঘটনা তদন্তে শজিমেক হাসপতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়। পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শজিমেকের চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিতসহ তাদের ভিন্ন ভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।

এ খবর জানাজানি হলে বগুড়া শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। চার সহকর্মীকে ‘শাস্তি দেওয়ার প্রতিবাদে’ তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে গত ২ মার্চ বৃহস্পতিবার বিকেলে হঠাৎকর্মস্থল ছেড়ে চলে যান।

শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার থেকে দিনাজপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে যান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ