শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

মাও. সা'দ কান্ধলভীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaহাওলাদার জহিরুল ইসলাম, দেওবন্দ, ভারত

আজ ভারতের 'রোজনামা খবরেঁ' 'সাহাফাত' 'ইনকিলাব'সহ বেশ ক'টি উর্দু দৈনিক দিল্লির তাবলিগি মারকায নিজামুদ্দিনের অন্যতম যিম্মাদার মাওলানা সা'দ কান্ধলভী সাহেবের একটি বিবৃতি প্রকাশে করেছে৷ তাতে দেওবন্দসহ সমস্ত আহলে হক উলামায়ে কেরামের কাছে স্পষ্ট রুজু করা ও পূর্ব থেকে চলে আসা শুরা পদ্ধতি মেনে নেয়ার কথা উল্লেখ করা হয়েছে৷

উর্দু দৈনিকগুলো বিবৃতিটা এভাবে প্রকাশ করেছে…
“মারকায নিজামুদ্দিন দিল্লি'র হজরত মাওলানা সা'দ সাহেব উলামায়ে হক-দারুল উলুম দেওবন্দ থেকে রুজু করে নিয়েছেন৷ এবং সকল মাদরাসাকে এই বলে আশ্বস্ত করেছেন যে 'ভবিষ্যতে কোনো একটি কথাও আকাবির-আসলাফের আকিদা-মাসলাকের খেলাফ হবে না৷'

মাওলানা সা'দ সাহেব আলমি শুরা'র কাছে এই আবেদন করেছেন যে পেছনের সমস্ত মতভেদ ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি৷ আর শুরা'র সাথীদের কাছে অনুরোধ করছি, তারা যেনো পূর্বের মতোই সারপুরস্তি-তত্ত্বাবধান করেন৷

মুহতারাম জনাব হজরত মাওলানা ইবরাহিম দেওলা সাহেব, হজরত মাওলানা ইয়াকুব সাহেব, হজরত মাওলানা আহমদ লাট সাহেব, হজরত মাওলানা যুহাইরুল হাসান সাহেবসহ দিল্লির সকল শুরা'র কাছে আমি আবেদন করছি যে আপনারা (দাওয়াত ও তাবলিগের) কাজ ও কাজকরনেওয়াদের তত্ত্বাবধান ও রাহনুমায়ি করুন!”

বি.দ্র. এই বিবৃতি সম্পর্কে এখনো পর্যন্ত দেওবন্দ থেকে বক্তব্য পাওয়া যায় নি৷

rokon_book2

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী মাওলানা সা'দ সাহেবে পক্ষ থেকে দেওবন্দের মুহতামিম বরাবর একটি চিঠি আসলে তিনি তা গ্রহণ না করে বলেছিলেন, 'ভুল স্বীকার করে প্রকাশ্যে ঘোষণা দিলে আমাদের কাছে চিঠি পাঠানোর প্রয়োজন হবে না৷' আজকের বিবৃতি হয়তো তারই প্রতিফলন৷

এদিকে আজকের দৈনিকগুলোতে গত ২রা ফেব্রুয়ারির চিঠির সাথে মাওলানা সা'দ সাহেব স্বাক্ষরিত(১৫/২/২০১৭) অন্য একটি চিরকুট প্রকাশ করা হয়েছে৷ পুরো লেখাটি স্পষ্ট না হলেও তা থেকে এটাই প্রকাশ পাচ্ছে যে প্রকাশ্যে বিবৃতি ও শুরা মেনে নেয়ার বিষয়টি মারকায নিজামুদ্দিনের কোনো এক বৈঠকে চূড়ান্ত করা হয়েছে৷

দীনের খেদমতের এই মহান জামাতটি ভুল-ত্রুটিমুক্ত হয়ে উলামাদের পরামর্শে পরিচালিত হোক এটাই সবার প্রত্যাশা৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ