বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

চট্টগ্রামে ইসলামী সমাজের ২৪ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_samaj

আওয়ার ইসরাম: চট্টগ্রামে এক অভিযানে ইসলামী সমাজ সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকার ময়ুর ম্যানশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ওই বাড়িটির ২য় তলার ভাড়াটিয়া মো. জামাল উদ্দিনের বাসায় বৈঠক করছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতা ও ঢাকার টঙ্গী অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতাও রয়েছেন।

শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা গণতন্ত্র, প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী।’

গ্রেফতারকালে তাদের মতাদর্শ প্রচারের কিছু বুকলেট, লিফলেটও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রুহুল আমিন (৪৫), মো. ইউছুপ আলী (৪৬), আমির হোসেন (৫০), জামাল উদ্দিন (৪২), আবু হানিফ হারিজ (৫৩), মো. রফিকুল ইসলাম প্রকাশ রুবেল (২৭), আলমগীর হোসেন (৩৫), দিদার হোসেন (৩৫), মো. আনোয়ার (৪৪), শাহ আলম (৪০), রবিউল হোসেন (৩৭), তৌহিদুল ইসলাম (২২), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুল ওহাব (৫৪), আব্দুর রব (৪০), মো. ছাদেক (৪২), আবু বক্কর কামাল (৫০), আব্দুর কাদের (২৭), মো. আকবর হোসেন (৪২), সাইফুল ইসলাম প্রকাশ ধর্মন্তরিত কৃষ্ণানন্দ দে (২৬), মো. ইব্রাহিম খলিল (২৬), মোবারক আলী (৪৫), আব্দুল হাকিম (৪৫) ও মো. রবিউল (২৮)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ