আওয়ার ইসলাম : এবার শিক্ষার্থীদের পিঠে চড়ে সমালোচিত হলেন এক জনপ্রতিনিধি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ছবিটি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে সর্ব মহলে।ঘটনার বিবরণ দিয়ে নূর হোসেন পাটওয়ারী বলেন, 'আমি গত ৩০ জানুয়ারি নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে অংশগ্রহণ করি। ওইদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পদ্মা সেতু নির্মাণ করছেন তার প্রতি সন্তুষ্টি জানিয়ে আমাকে মানবসৃষ্ট সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানায়। অনিচ্ছা সত্ত্বেও শিক্ষার্থীদের অনুরোধে আমি তাদের পিঠের ওপর কিছু সময় হাঁটি।'
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের পিঠে হাঁটার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি তাদের নিষেধও করেছিলাম। কিন্তু তাদের জোরালো অনুরোধে আমি সাড়া দিতে বাধ্য হই।'
এ ব্যাপারে বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সবুজ হোসেন বলেন, 'গত সোমবার আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এতে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেনকে মানবসৃষ্ট পদ্মা সেতুর ওপর দিয়ে হাঁটার অনুরোধ জানাই। সেই প্রেক্ষিতে তিনি আমাদের পিঠের ওপর হাঁটেন।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, 'সোমবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন প্রধান অতিথি ছিলেন। প্রতিবছরই আমরা ডিসপ্লে প্রদর্শন করি। এবারের ডিসপ্লেতে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করে তাকে শিক্ষার্থীরা হাঁটার অনুরোধ জানায়। তাতে তিনি সাড়া দেন।'
হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া বলেন, 'শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা খুবই লজ্জা ও দুঃখজনক বিষয়। এতে শিক্ষার্থী তথা শিক্ষা সমাজের প্রতি অবমূল্যায়ন হয়েছে।'