শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


বিকেলে ১২ বিশিষ্টজনের সঙ্গে সার্চ কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_sarchআওয়ার ইসলাম: আজ বিকেলে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে নাম সুপারিশ করার জন্য গঠিত সার্চ কমিটি সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে।

৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে কমিটির।

সার্চ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুসারে শনিবার বিকেল থেকে রোববার সকাল নাগাদ ১২ বিশিষ্ট নাগরিকের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।

সার্চ কমিটি যে ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবেন তারা হলেন- বিচারপতি মো. আবদুর রশিদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুদমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক এস এম এ ফায়েজ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং পুলিশেরে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

৬ সদস্যের সার্চ কমিটির চেয়ারম্যান হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি এর আগেও সার্চ কমিটির দায়িত্বে ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ