বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

চলছে মুনাজাত; তুরাগ তীরে লাখো মানুষের আহাজারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema_munajatআওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার ২য় পর্বের মুনাজাত চলছে। মুনাজাতে অংশ নিয়েছেন লাখে মানুষ।

সকাল থেকেই টঙ্গীতে ছুটছেন লাখো মানুষ। তিল ধরার ঠাই নেই পুরো এলাকায়।

রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সমাবেত হচ্ছেন রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ তীরে। ঢাকা-গাজীপুরের প্রতিটি সড়ক-মহাসড়ক মিশে গেছে ইজতেমা ময়দানে। মুসল্লিরা অধীর আগ্রহ নিয়ে শরিক হচ্ছেন আজকের মোনাজাতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। সেই সঙ্গে সমাপ্তি ঘটবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের।

মুনাজাত পরিচালনা করবেন দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী। এখন তিনি হেদায়েতি বয়ান পেশ করছেন।

মুনাজাতকে সামনে রেখে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের পথে হেটেই পৌঁছানোর চেষ্টা করছেন রোববার সকাল থেকেই। মহাখালী, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে দলবেঁধে মুসল্লিরা ছুটিছেন কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতে অংশ নিতে। এতে করে তুরাগের কাফেলায় যেন তিল ধারনের ঠাঁই নেই।

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছে ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি। অন্য জেলাগুলো হলো- মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা।

উল্লেখ্য ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৯৯৬ সালে একই বছর দুবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় এবং মুসল্লিদের চাপ ও দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ