শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই 

জাপানে প্রদত্ত ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য সম্পর্কে যা বললেন কবি মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Masudআওয়ার ইসলাম: সম্প্রতি জাপানে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অনুষ্ঠানে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্যোশাল মিডিয়ায় এর ব্যবচ্ছেদ করছেন অনেকেই। এরই প্রেক্ষিতে প্রাচ্যবাদ বিশেষজ্ঞ কবি মুসা আল হাফিজও মতামত ব্যক্ত করেছেন।

জাপানের ওই সম্মেলনে মাওলানা ফরীদ উদ্দীস মাসঊদ তার বক্তব্যে বলেছেন, ‘জিহাদ তাকে বলে, যা আল্লাহর দেওয়া কুরআনের যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজের নফসের (আত্মার) সাথে যুদ্ধ করে। খারাপ কাজ থেকে দূরে রাখে।’

সমালোচনা করে কবি মুসা আল হাফিজ বলেন, এ হচ্ছে ইসলামের প্রাচ্যবাদী পাঠ। প্রাচ্যবাদ বরাবরই ইসলামকে নতুনভাবে সংঙ্গায়িত করে। ইসলামের প্রতিটি পরিভাষাকে আপন জায়গা থেকে সরিয়ে দেয়। মোসাদ-সিআইএ ব্রান্ডিং করে যে ইসলামের, সে খোদা প্রদত্ত 'ইসলাম' এর প্যারালাল ইসলাম।

কুরআন-সুন্নাহ একটি বিষয়কে যেভাবে দাঁড় করায়, এখানে দাঁড় করানো হয় ভিন্ন জায়গায়। ফলে ইসলামের নতুন আরেকটি রুপ তৈরি হয়। নতুন রুপটি আদি ও অকৃত্রিম 'ইসলাম'কে চ্যালেঞ্জ করতে থাকে। এভাবেই তত্তিয় যুদ্ধে এগুতে থাকে খ্রিস্ট্রিয়-জায়নবাদী ডক্ট্রিন। এ ডক্ট্রিন প্রাচ্যবিদদের ঘাড়ে সওয়ার হয়ে দুনিয়াময় ঘুরে বেড়ালেও মুসলিম কণ্ঠে তার প্রতিধ্বণি নতুন নয়।

এই তো আরেকবার শুনলাম। মাসউদ সাহেব যা বলেছেন, শরিয়ার ভাষ্য নয়, এতে উচ্চারিত হয়েছে যারা তাঁকে আমন্ত্রণ করেছেন, তাদের পছন্দের ভাষ্য। জিহাদ অবশ্যই সন্ত্রাস নয়। আইএস, জেএমবি যা করছে, তা অবশ্যই জিহাদ নয়। কিন্তু ফরীদ উদ্দীন মাসউদ সাহেব যেভাবে জিহাদকে পেশ করেছেন, তা অবশ্যই যথার্থ নয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ