বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শায়খ মক্কী ও সলিমুল্লাহ খানের মাগফিরাত কামনায় ইসলামী ঐক্যজোটের দুআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makki_khanআওয়ার ইসলাম: সদ্য ইন্তেকাল করা শায়খ জাকারিয়া কান্ধলভী রহ. এর অন্যতম খলীফা, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির শায়খ আবদুল হাফিজ মক্কী রহ. ও পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া ফারুকিয়া করাচির মহাপরিচালক শাইখুল হাদিস মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর রুহের মাগফিরাত কামনায় দুুুআ মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।

আজ শুক্রবার বাদ জুমা লালবাগস্থ কার্যালয়ে এ দুুুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা জাহিদ আলম, মাওলানা আবুল ফারাহ আমিনী, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারী আবুল হাসিম প্রমুখ।

দুআ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুুফতী ফয়জুল্লাহ বলেন, আমরা জানি, বিশ্ববিখ্যাত দু’শীর্ষ ইসলামী মনীষীর ইন্তেকালে ইসলামী বিশ্বে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এ খোদাভীরু মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বাতিল শক্তি বিভিন্ন নামে, ছদ্মবেশে আজ পবিত্র ধর্ম ইসলামের বুকে কালিমা লেপনের পাঁয়তারা করছে। শোককে শক্তিতে রুপান্তরিত করে এ অপশক্তির বিরুদ্ধে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।

মাহফিলে দুই মুখলিস আল্লাহওয়ালা আলেমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির সমৃদ্ধি জন্য বিশেষ মুনাজাত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ