শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ কেন্দুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর আলোচনা সভা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন: আখতার পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে: শায়খে চরমোনাই রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন: তারেক রহমান মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারের কোনো পদে থাকছি না: প্রধান উপদেষ্টা জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম: পাকিস্তান

শায়খ মক্কী ও সলিমুল্লাহ খানের মাগফিরাত কামনায় ইসলামী ঐক্যজোটের দুআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makki_khanআওয়ার ইসলাম: সদ্য ইন্তেকাল করা শায়খ জাকারিয়া কান্ধলভী রহ. এর অন্যতম খলীফা, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের আমির শায়খ আবদুল হাফিজ মক্কী রহ. ও পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জামিয়া ফারুকিয়া করাচির মহাপরিচালক শাইখুল হাদিস মাওলানা সলিমুল্লাহ খান রহ.-এর রুহের মাগফিরাত কামনায় দুুুআ মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট।

আজ শুক্রবার বাদ জুমা লালবাগস্থ কার্যালয়ে এ দুুুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজতুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা জাহিদ আলম, মাওলানা আবুল ফারাহ আমিনী, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারী আবুল হাসিম প্রমুখ।

দুআ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুুফতী ফয়জুল্লাহ বলেন, আমরা জানি, বিশ্ববিখ্যাত দু’শীর্ষ ইসলামী মনীষীর ইন্তেকালে ইসলামী বিশ্বে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। এ খোদাভীরু মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বাতিল শক্তি বিভিন্ন নামে, ছদ্মবেশে আজ পবিত্র ধর্ম ইসলামের বুকে কালিমা লেপনের পাঁয়তারা করছে। শোককে শক্তিতে রুপান্তরিত করে এ অপশক্তির বিরুদ্ধে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে।

মাহফিলে দুই মুখলিস আল্লাহওয়ালা আলেমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির সমৃদ্ধি জন্য বিশেষ মুনাজাত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ