 আওয়ার ইসলাম: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তার কয়েকজন স্বজনও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস)-এ যোগ দিয়েছে। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম র্যাপলার-এর সম্পাদককে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।
আওয়ার ইসলাম: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তার কয়েকজন স্বজনও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস)-এ যোগ দিয়েছে। ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম র্যাপলার-এর সম্পাদককে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি মিন্দানাও দ্বীপে আমার জ্ঞাতি ভাইদের কয়েকজন এই জঙ্গিদের সাথে যোগ দিয়েছে। তবে কাউকে রেহাই দেওয়া হবে না। তাদের ধ্বংস করে দেওয়া হবে। দেশের আইন ভাঙলে শাস্তি পেতে হবে। সে স্বজন হোক আর যেই হোক। বিবিসি।
এআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        