 আওয়ার ইসলাম:  ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে থার্টি ফার্স্ট নাইটে দুই বন্দুকধারীর হামলায় ৩৫ জন নিহত হয়েছে।  এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আওয়ার ইসলাম:  ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে থার্টি ফার্স্ট নাইটে দুই বন্দুকধারীর হামলায় ৩৫ জন নিহত হয়েছে।  এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপি, আনাদুলো নিউজ ও সিএনএন টার্কের।
সান্তাক্লজের পোশাক পরে ওই নাইটক্লাবে ঢুকেছিল হামলাকারীরা।
টার্কি এনটিভির প্রতিবেদনে জানা যায়, ইংরেজি নতুন বছরের পার্টি শুরুর প্রাক্কালে ইস্তাম্বুলের অভিজাত এলাকা ওরটাকয়ের রেইনা নাইটক্লাবে দুই হামলাকারী সশস্ত্র হামলা চালায়।
এদিকে টার্কি এনটিভির খবরের ভিডিওতে রেইনা নাইটক্লাবে বেশ কয়েকটি এম্বুলেন্স ও পুলিশের গাড়ি ঢুকতে দেখা গেছে।
কয়েকদিন আগে তুরস্কের রাজধানীতে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপন উপলক্ষে গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন সতের হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।
ডিএস
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        