 আওয়ার ইসলাম: ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিসকে গুলি করে হত্যা করা হয়েছে।
আওয়ার ইসলাম: ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিসকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দেশটির রিও ডি জেনিরো শহরতলির একটি বাড়ি থেকে রাষ্ট্রদূতের লাশ উদ্ধার করা হয় বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।
এদিকে রাষ্ট্রদূতের লাশের সন্ধান পাওয়ার পর ব্রাজিলের খ্যাতনামা গ্লোবো টিভি জানায়, ব্রাজিলেরই এক পুলিশ কর্মকর্তা আমিরিদিসকে হত্যা করেছেন। সার্জিও মোরেইরা নামের ওই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রদূতের ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ফ্রানকোয়িসের প্রেমিক।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পুলিশ কর্মকর্তা মোরেইরা রাষ্ট্রদূত আমিরিদিসকে হত্যার কথা স্বীকার করেছেন।
তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে গ্লোবো টিভি আরো জানিয়েছে, ফ্রানকোয়িস ও মোরেইরা মিলে আগে থেকেই এ হত্যার পরিকল্পনা করেছিলেন। আমিরিদিসের স্ত্রী এবং অভিযোগ থাকা পুলিশ কর্মকর্তা থানা হেফাজতে আছেন।
৫৯ বছর বয়সী গ্রিসের রাষ্ট্রদূত গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বুধবার তার ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ফ্রানকোয়িস স্থানীয় পুলিশের কাছে তার হারানোর খবর লিপিবদ্ধ করেন। এই দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়েসন্তান আছে।
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        