 আওয়ার ইসলাম: সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন বটে। তবে এবার নতুন ভূমিকায় দেখা দেবেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা প্রধান রাহিল শরিফকে।
আওয়ার ইসলাম: সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন বটে। তবে এবার নতুন ভূমিকায় দেখা দেবেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা প্রধান রাহিল শরিফকে।
সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৯ দেশের সামরিক জোটের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দেখা যাবে তাঁকে। খুব শিগগির কাজে যোগ দেবেন তিনি।
সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে বর্তমানে রিয়াধে তিনি। সেখানে যৌথ সামরিক বাহিনীর সদর দপ্তরে পাকা কথা সেরে ফেলবেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মনসুর হাদির সরকারকে উৎখাত করে শিয়া ধর্মাবলম্বী হাউদিরা। প্রায় দুই মাস গৃহবন্দী থাকার পর ২৫ মার্চ ইয়েমেন ছেড়ে পালিয়ে যান তিনি। পরদিন রিয়াধে হাজির হন। তাঁর সরকারকে পুনর্বহাল করতে ইয়েমেনে বোমা বর্ষণ করতে শুরু করে সৌদি আরব এবং আরব বিশ্বের সুন্নী মুসলিম অধ্যুষিত ৮ রাষ্ট্র। তাদের সমর্থন জোগায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। গত দেড় বছরে সেখানে মৃতের সংখ্যা ৭০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৩৫,০০০ মানুষ। তার পরেও সমাধান মেলেনি।
সৌদি সরকারের দাবি, আইএস এবং অন্য জঙ্গি সংগঠনগুলিকে দমনের জন্যই এই সামরিক জোট গঠিত হয়েছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, বাংলাদেশ, টিউনিশিয়া,স সুদান, মালয়েশিয়া, ইজিপ্ট, ইয়েমেন সহ বর্তমানে এই সামরিক জোটে ৩৯টি দেশ রয়েছে।
সূত্র: আজকাল
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        